ঢাবিতে মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যান বলে একটি ভিডিও ক্লিপে দেখা যায়।
বিজ্ঞাপন
দীর্ঘ আড়াইমাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কালো ক্যাপ ও মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের ৮-১০ জন নেতাকর্মী।
বুধবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৭ সেকেন্ডের ভিডিও একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যান বলে একটি ভিডিও ক্লিপে দেখা যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় তারা ‘হঠাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।
বিজ্ঞাপন
জেবি/এসবি