Logo

রাবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৪, ০৫:৫৭
31Shares
রাবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাবির ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেমিনারে সিসিডিসি’র পরিচালক অধ্যাপক নূরুল মোমেনের সভাপতিত্বে মূল বক্তব্য প্রদান করেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট এর ভারপ্রাপ্ত পরিচালক ব্রেন ফ্লানিগান। 

তিনি তার বক্তৃতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাছাড়াও সেমিনারে সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক আদিল হাসান চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক অধ্যাপক মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী ও গবেষক অংশ নেয়। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD