সিএমএইচ থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৬৬ শিক্ষার্থী

শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন আছেন। অবশিষ্টরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত জুলাই বিপ্লবে অংশ নিয়ে দেশব্যাপী আহতদের মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আন্দোলনে আহত মোট ১ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী।
শনিবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিসংখ্যান বলছে, “ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ২ হাজার ৫৩৩ জন আহত শিক্ষার্থী চিকিৎসা সেবা গ্রহণের জন্য আগমন করেন। তাদের মধ্যে এই মুহূর্তে ৮৬৭ জন আহত শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন আছেন। অবশিষ্টরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।”
বিজ্ঞাপন
এতে আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








