১ ফেব্রুয়ারি থেকে সকল টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএ’র

দেশের সুতা উৎপাদনকারী শিল্পকে টিকিয়ে রাখতে কার্যকর সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান আর্থিক বাস্তবতায় টেক্সটাইল মিলগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই সব কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
তিনি জানান, ব্যাংকঋণ পরিশোধের সক্ষমতা মালিকদের আর নেই। অধিকাংশ মিলের মূলধন অর্ধেকের বেশি কমে গেছে এবং সব সম্পদ বিক্রি করলেও দায় পরিশোধ করা সম্ভব হবে না।
শওকত আজিজ রাসেল আরও বলেন, সংকট উত্তরণে সরকারের বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একে অপরের ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব সিদ্ধান্ত না এলে পুরো টেক্সটাইল খাত আরও ভয়াবহ সংকটে পড়বে বলে তিনি সতর্ক করেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বিটিএমএর অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তারা জানান, সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষা না পেলে এর প্রভাব পুরো তৈরি পোশাক শিল্প ও অর্থনীতিতে পড়বে। পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।








