Logo

আবারও শুরু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, ২০:০১
আবারও শুরু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই মাস বিরতির পর আবারও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ জানুয়ারি থেকে এনআইডির সব ধরনের তথ্য সংশোধনের সেবা পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার থেকে এনআইডি সংশোধনের পূর্ণাঙ্গ কার্যক্রম দেশব্যাপী চালু করা হবে।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করার লক্ষ্যে গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে সাময়িকভাবে এনআইডি সংশোধন সেবা বন্ধ রাখা হয়। তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে সীমিত পরিসরে সংশোধন কার্যক্রম চালু ছিল।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্যমতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে ইসি। এসব কেন্দ্রে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। ফলে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

বিজ্ঞাপন

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় গোপন বুথের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD