নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহারে সময়সীমা নির্ধারণ করল ইসি

আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো পোস্টারবিহীন প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই নির্বাচনি প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালাতে পারবেন প্রার্থীরা। একই সঙ্গে প্রচারণায় মাইক ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
ইসি জানায়, নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে প্রচারণায় যুক্ত অন্য যেকোনো ব্যক্তিকে মাইক ও শব্দ বর্ধনকারী যন্ত্র ব্যবহারে নির্ধারিত বিধিনিষেধ মেনে চলতে হবে। নির্বাচনি এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো নির্বাচনি এলাকায় একক কোনো জনসভায় একই সময়ে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। তবে সাধারণ প্রচারণার কাজে ব্যবহৃত মাইক বা লাউড স্পিকারের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না।
বিজ্ঞাপন
এ ছাড়া নির্বাচনি প্রচারকার্যে ব্যবহৃত মাইক বা শব্দ বর্ধনকারী যন্ত্রের শব্দমাত্রা সর্বোচ্চ ৬০ ডেসিবেলের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি’র মতে, নির্ধারিত এই বিধিনিষেধ মানা হলে নির্বাচনি পরিবেশ শৃঙ্খলাপূর্ণ থাকবে এবং জনদুর্ভোগও কমবে।








