Logo

জাবিতে রোটার‍্যাক্ট ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০৫:০৪
52Shares
জাবিতে রোটার‍্যাক্ট ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বিকাশ ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দেশের সেবায় সংশ্লিষ্ট হবে

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা এবং রোটারাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আয়োজিত 'এমপাওয়ারিং গ্লোবাল কমিউনিকেশন: আইইএলটিএস সাকসেস' বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারী কক্ষে 'এফআরএস গ্লোবাল নেটওয়ার্ক' উচ্চ শিক্ষা ও আইইএলটিএস'র উপরে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইইএলটিএস সাকসেস শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার অনেক সুযোগ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছেন। বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় এসব সুযোগ গ্রহণ করতে হবে। রোটারি ক্লাব বিদেশে উচ্চ শিক্ষার পথকে সহজ করতে তথ্য ও প্রশিক্ষণ দেওয়ার পদক্ষেপ নিয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি রাকিব হাসান বলেন, ব্যক্তিত্ব বিকাশে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা, বাস্তব ও সামাজিক চাহিদার প্রতি মনযোগী হওয়া এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব, তারই প্রেক্ষিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে আজকে আমাদের এ আয়োজন, এর মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় আগ্রহী হবে এবং মনন ও মস্তিষ্কের যথাযথ বিকাশ ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দেশের সেবায় সংশ্লিষ্ট হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব, ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি ও রোটারিয়ান ইশতিয়াক আহমেদ চৌধুরীসহ ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোটারি ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD