Logo

ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতির দায়িত্বে ড. আব্দুল গাজী

profile picture
জনবাণী ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৪, ০৪:৩৪
37Shares
ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতির দায়িত্বে ড. আব্দুল গাজী
ছবি: সংগৃহীত

এই বিভাগ অনেক ক্রাইসিস সময়ে এই বিভাগের শিক্ষকরা অনেক ভূমিকা রেখেছে

বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের অন্তর্ভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী। 

রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় বিভাগীয় সভাপতির কার্যালয়ে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

বিজ্ঞাপন

এসময় সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভাগটির সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এছাড়াও থিওলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, টিএসসিসি পরিচালক ও একাউন্টটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ আল রেজা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহেদ আহমেদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এসময় নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, যাওয়া আসার বিষয়টা দুনিয়ার চিরাচরিত নিয়ম। এই বিভাগ অনেক ক্রাইসিস সময়ে এই বিভাগের শিক্ষকরা অনেক ভূমিকা রেখেছে। আমাদের বিভাগের শিক্ষকদের মধ্যে থেকে বিভিন্ন সময় নেতৃত্ব উঠে এসেছে। আমার বিভাগকে আমি যেভাবে পেয়েছি সেখান থেকে আরো সুন্দর করে রেখে যেতে চাই। 

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, আজকের এই হস্তান্তর পোগ্রাম ক্ষমতা হস্তান্তর নয় এটি দায়িত্ব হস্তান্তর পোগ্রাম। এটি হলো চেয়ারম্যানশিপ যা পোস্ট অফ রেসপনসেবলিটি। হেড অফ দ্যা ডিপার্টমেন্ট যিনি তার প্রতি আহ্বান থাকবে তিনি যেনো ২ টার বাসে ক্যাম্পাস ত্যাগ না করেন। বিশ্ববিদ্যালয় খোলা থাকে ৪ টা পর্যন্ত তাই অফিস টাইম পর্যন্ত তিনি বিভাগে অবস্থান করবেন এইটা আমার অনুরোধ। 

বিজ্ঞাপন

নতুন সভাপতির উদ্দেশ্যে তিনি বলেন, ডিপার্টমেন্টকে সামনে অগ্রসর করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিত তা তিনি গ্রহন করবেন। প্রাক্তন সভাপতির কাজের সাথে সংযোজন করে যুব জিজ্ঞেসার মাধ্যমে তিনি বিভাগকে এগিয়ে নিয়ে যাবেন।

 

বিজ্ঞাপন

এছাড়াও শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকরা যেনো ঢাকা কেন্দ্রিক না হয়। ঢাকায় থাকুক তবে ক্লাস থাকলে তা যেনো মিস না হয়। কোনো অধ্যাপক বা শিক্ষক যেনো ছুটি ছাড়া এই স্টেশনের বাইরে না থাকে। এই কালচার আমাদের গড়ে তুলতে হবে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD