Logo

রাবির আবাসিক হলে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৪, ০৫:৪৭
34Shares
রাবির আবাসিক হলে আগুন
ছবি: সংগৃহীত

আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের প্রথম ব্লগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় এঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

প্রাধ্যক্ষ, প্রত্যক্ষদর্শী ও ইঞ্জিনিয়ারিং সেকশনসূত্রে জানা যায়, হলের বৈদ্যুতিক সংযোগগুলো দীর্ঘদিন যাবৎ মেরামত না করার কারণে আজকের এই দুর্ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে হলের ভিতরে ধোঁয়া দেখতে পেয়ে শিক্ষার্থীরা ছুটাছুটি শুরু করে। পরে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয় ৷ 

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ারিং সেকশনের অতিরিক্ত প্রধান প্রকৌশল ফিরুজ সাহা বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত কয়েকজন স্টাফ এখানে পাঠানো হয়। পরে আমি এখানে এসে দেখি তেমন গুরুতর কিছু হয়নি। আমরা কার্যক্রম চালাচ্ছি আশা করি দ্রুত সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। 

বিজ্ঞাপন

মন্নুজান হলের প্রাধ্যক্ষ বলেন, আমি গত দুই মাস হলো হলের দায়িত্ব নিয়েছি। হলের বৈদ্যুতিক সার্কিটগুলো অনেক দিন যাবৎ মেরামত করা হয়না। 

বিজ্ঞাপন

এবিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনা সম্পর্কে ফোন পেয়ে আমি ঘটনাস্থলে আসি। বৈদ্যুতিক লাইনগুলো অনেক পুরাতন হওয়ার কারণে হয়তো এঘটনা ঘটেছে। যেহেতু হলের বিল্ডিংগুলোও পুরাতন। আমি প্রশাসনে আছি, এবিষয়ে আমরা আলোচনা করবো যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হতে হয়। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD