সায়েন্সল্যাব ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা, শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এদিন সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত
বিজ্ঞাপন
৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন শেষে সায়েন্সল্যাব মোড় ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত তারা চলমান কর্মসূচি স্থগিত করেছেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
বিজ্ঞাপন
জানা যায়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এদিন সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এর আগে তারা ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়েছিলেন।
বিজ্ঞাপন
অবরোধ কর্মসূচির কারণে বুধবার সকাল থেকেই মিরপুর রোড, নিউমার্কেট এলাকা, কাঁটাবন সড়ক, কাজী নজরুল অ্যাভিনিউসহ ঢাকার বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়।
বিজ্ঞাপন
এ অবস্থায় রাস্তা আটকে জনদুর্ভোগ তৈরি না করে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরতে ও শিক্ষাঙ্গনে ফিরে যেতে অনুরোধ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে তিনি বলেন, “রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, আন্দোলন ও আলটিমেটামের মাধ্যমে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার কোনো নজির কোথাও নেই।”
বিজ্ঞাপন
জেবি/এসবি