ঢাকায় পৌঁছেছেন সাফজয়ী চ্যাম্পিয়নরা, যে পথ দিয়ে যাবে ছাদখোলা বাস


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪


ঢাকায়  পৌঁছেছেন সাফজয়ী  চ্যাম্পিয়নরা, যে পথ দিয়ে যাবে ছাদখোলা বাস
ছবি: সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল নেপালকে হারিয়ে  টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল।  তাই গতবারের মতো এবারও সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নেপাল থেকে দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান সাফজয়ী ফুটবলাররা। কিছুক্ষণের মধ্যেই ছাদখোলা বাসে ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে রওনা দেবেন তারা।


আরও পড়ুন: নেপালকে হারিয়ে বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন


বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছাবে সাফজয়ী ফুটবলারদের বহনকারী ছাদখোলা বাস।


আরও পড়ুন: ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ


বাফুফে ভবনে সাফজয়ী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।



জেবি/এসবি