নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪


নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা
ছবি: সংগৃহীত

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের জন্যভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল।


শুক্রবার (১ নভেম্বর) ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ দরিভাল জুনিয়র।


এই দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে নেইমার মাঠে ফিরলেও জাতীয় দলের একাদশে নেই এই তারকা ফুটবলারের।


আরও পড়ুন: অর্ধকোটি বেতন পেয়েও ব্যর্থ ক্রিকেটাররা, বেতন বকেয়া থাকা সাবিনারা চ্যাম্পিয়ন


অক্টোবরের বিশ্বকাপ বাছাইপর্বের দলে থাকলেও রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকার এনড্রিককে বাদ দেওয়া হয়েছে। রিয়ালে খেলার সুযোগ না পাওয়ায় তাকে দলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন কোচ ডরিভাল। কাউকে জাতীয় দলে এনে ফর্মে ফেরানো সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ফেরানো হয়েছে ব্রাজিলের লিগে খেলা তরুণ স্তেভাও উইলিয়ামসকে। প্রথমবার ব্রাজিলের দলে ডাকা হয়েছে নটিংহাম ফরেস্টে দুর্দান্ত খেলা ডিফেন্ডার মুরিলোকে। 


আগের দুই ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। তাকে দলে ফেরানো হয়েছে। ছোট খাটো ইনজুরি থাকলেও রিয়ালের রদ্রিগো গোয়েস ও ম্যানসিটির সাভিনহো আছেন দলে। তবে ইনজুরি কাটিয়ে ফেরা হয়নি লিভারপুলের গোলরক্ষক অ্যালিসনের। ব্রাজিল আগামী ১৫ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ও ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে। 


বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের স্কোয়াড


গোলরক্ষক: বেন্তো (আল নাসর), এডারসন (ম্যানসিটি) এবং ওয়েভার্টন (পালমেইরাস)।


ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যাবনার (লিওঁ), গুইলেরমে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাবরিয়েল মাগালায়েস (আর্সেনাল), মার্কুইনহোস (পিএসজি) ও মুরিলো (নটিংহ্যাম ফরেস্ট)।


আরও পড়ুন: বিমানবন্দর থেকে বাফুফের পথে সাফজয়ীরা


মিডফিল্ডার: অ্যান্দ্রে (উলভারহ্যাম্পন), আন্দ্রেস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম) ও রাফিনহা (বার্সেলোনা)।


ফরোয়ার্ড: এস্তোভাও (পালমেইরাস), ইগোর হেসুস (বোটাফোগো), লুইজ হেনরিক (বোটাফোগো), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (ম্যানসিটি) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।


জেবি/এসবি