নাটোেরের বাগাতিপাড়ায় কৃষকদের বিনামূল্যে ধানের বীজ বিতরণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪
নাটোরের বাগাতিপাড়ায় ১৪০০ কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-হারভিস্টপ্লাস প্রোগ্রামের নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বায়োফর্টিফাইড ক্রপ প্রোডাকশন প্রোজেক্টের আয়োজন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম সাদিকুল ইসলাম। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়
এছাড়া প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো. শিহাব উদ্দিন ও প্রজেক্ট ম্যানেজার শাহীনুর কবির। এ সময় প্রশিক্ষকরা কৃষকদের বলেন, সুস্থ থাকার জন্য জিংক মানুষের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে জিংক মেধার বিকাশ ঘটায়, আমরা সাধারণত তিন বেলায় ভাত খেয়ে থাকি ভাতে আমিষের উপাদান বেশি থাকে সঙ্গে সঙ্গে হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট নতুন ধান আপনাদের জন্য নিয়ে এসেছে যাহাতে জিংক সম্বলিত ফলে একজন মানুষের শরীরের জিংকের ঘাটতি পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি এ ধানের ফলনটিও হাইব্রিড ধানের মতোই বেশি উৎপন্ন হয়।
তারা আরও বলেন, বায়োফর্টিফাইড ক্রোপ প্রকল্পটি দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার ডে সাইট্স এর অর্থায়নে, হার্ভেস্টপ্লাস সলিউশনস বাংলাদশ (নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ হিসাবে নিবন্ধিত) মাধ্যম বাস্তবায়িত হয়েছে। হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমদ্ধ বায়োফর্টিফাইড খাদ্য শস্যের বিকাশ ও প্রচার করে এবং বায়োফর্টিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নতি করে। বাগাতিপাড়া উপজেলায় ৩০০ জনকে ব্রি ধান ৭৪ ও ১১ শ জনকে ব্রি ধান ১০০ প্রদান করা হয়।
এসডি/