ধানক্ষেতে সাপের কামড়, রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় মো. হেলাল বিশ্বাস নামের এক কৃষককে সাপে কামড় দেয়। এরপর তিনি জীবিত অবস্থায় সেই সাপটিই ধরে হাসপাতালে হাজির হন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা চরে এ ঘটনা ঘটে। হেলাল বিশ্বাস শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।
জানা গেছে, সকালে পদ্মার চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস হঠাৎ তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর আশপাশে থাকা অন্য কৃষকদের সহায়তায় তিনি সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে সাপে কাটা রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমরা খবর পাই, ধানের ক্ষেতে কাজ করার সময় আমার চাচাতো ভাই হেলালকে সাপে কামড় দিয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে সাপসহ পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন গণমাধ্যমকে বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী জীবিত সাপ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।








