ফুলবাড়ীয়ায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও বিশেষ দোয়া

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দিনব্যাপী খতমে কোরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গরিব হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ নভেম্বর)বিকেলে উপজেলার মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসায় প্রথমে খতমে কোরআন আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাঃ সাইফুল ইসলামের নির্দেশক্রমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য ও জেলা যুবদলের সহ-সভাপতি আজাহারুল আলম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম উজ্জল, জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাকের আহমেদ শাহীন,পৌর জিয়া পরিষদের কোষাধ্যক্ষ আতিকুর রহমান সুজন শিকদার,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জনি,পৌর যুবদলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম,মনির হোসেন, শহিদুল ইসলাম শহিদ,মোজাম্মেল, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম শিকদার,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজন মন্ডল, ইসমাইল হোসেন বাবু মণ্ডল, আজিজ,সাবেক ছাত্র নেতা নাজমুল সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আলমাস।
ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম বলেন,মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করছি। আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন আমীন।
বিজ্ঞাপন
দোয়া মাহফিল শেষে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গরিব ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন। অসহায় পরিবারগুলোর হাতে খাবার তুলে দিয়ে দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার লিভার, কিডনি, হৃদযন্ত্রসহ বেশ কয়েকটি পুরনো জটিল রোগের কারণে তাকে নিয়মিত মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকতে হয় এবং প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।








