বিয়ের খবরে দুই বান্ধবীর আত্মহত্যা, চিরকুটে লেখা ছিল ‘আমার সব কাজ একসঙ্গে করবেন’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল দুই বান্ধবীর মধ্যে। এক বান্ধবীর অন্যত্র বিয়ের দিন ঠিক হয়েছিল। তা জানার পর দুই বান্ধবী একসঙ্গে আত্মহত্যা করল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির ২৪নং ওয়ার্ডের বিবেকানন্দ নগরে। সোমবার সন্ধ্যায় দুই বান্ধবীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
জানা যায়, এক তরুনীর বিয়ের দিন ঠিক হয়েছিল। এপ্রিল মাসে বিয়ে দিন ধার্য করা হয়। কিন্তু বিয়ের পর দুই বান্ধবী আলাদা হয়ে যাবে? এই বিয়ের সংবাদ পাওয়ার পর থেকে দুই বান্ধবী মনমরা ছিল বলে স্থানীয় এলাকাবাসী জানান। সোমবার সন্ধ্যায় ফাঁকা বাড়িতে দুই বান্ধবী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। একটি সুইসাইড নোট ও উদ্ধার করেছে পুলিশ।
এতে লেখা ছিল, আমার সব কাজ একসঙ্গে করবেন। আমাদের হাত কেউ খুুলে দেবেন না। আমাদের আলাদা করে দেবেন না। আমাদের একসঙ্গে নিয়ে যাবেন, এক সঙ্গে রাখবেন। আমাদের ক্ষমা করবেন। এই আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএ/