কুড়িল বিশ্বরোডে বিআরটিসির বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩২ পিএম, ৮ই নভেম্বর ২০২৪

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশনের (বিআরটিসি) একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসির একটি দ্বিতল আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটি রাস্তার পাশে দাড়িয়ে ছিল।
আগুন লাগার খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে বাসে আগুন লাগার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
আরও পড়ুন: উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় মিললো কোটি টাকা
এ ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশন (বিআরটিসি) দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
এমএল/