Logo

রাবি সংলগ্ন বিনোদপুরে ন্যায্যমূল্যে সবজির দোকান

profile picture
জনবাণী ডেস্ক
৯ নভেম্বর, ২০২৪, ০৪:১৩
35Shares
রাবি সংলগ্ন বিনোদপুরে ন্যায্যমূল্যে সবজির দোকান
ছবি: সংগৃহীত

(রাবি) সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্যোগে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ সবজির দোকান দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্যোগে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ সবজির দোকান দেওয়া হয়েছে। প্রতি ছুটির দিনগুলোতে চলবে তাদের এই কার্যক্রম।

বিজ্ঞাপন

শুক্রবার (৮নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের বিপরীত পাশে ভ্রাম্যমাণ এক দোকানে তাদেরকে সবজি বিক্রি বিক্রি করতে দেখা যায় ।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা দাম রাখছেন কেজি প্রতি আলু ৬৮টাকা, ফুলকপি ৬৫ টাকা, মিষ্টি কুমড়া ৫৬টাকা, পটল ৩৫ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৬৫ টাকা, চালকুমড়া ৩৫ টাকা, লাল শাক জোড়া আটি ২৫ টাকা, কাচা মরিচ ১ পোয়া ৩৫ টাকা, সরিষা তেল ১ লিটার ১৯০টাকা, পালং শাক ১ আটি ১০ টাকা, লাউ প্রতি পিচ ৪০টাকা ও সিম ১ পোয়া ২৫টাকা করে।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, বর্তমানে যে বাজার সিন্ডিকেট রয়েছে, তা ভাঙার জন্য সরকার থেকে বারবার বলা হচ্ছে। তবুও এই সিন্ডিকেটের বিলোপ হচ্ছে না। আর স্থানীয় যে সিন্ডিকেট রয়েছে, তা ভাঙার জন্যই আমাদের এই ন্যায্য মূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু করেছি। এটা প্রতি ছুটির দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার সকাল থেকে চালু থাকবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজক সম্পর্কে তিনি বলেন, এটা মূলত আমরা শিক্ষার্থীরা শুরু করেছি। সাথে রাজশাহীর স্থানীয় কিছু ভাই আমাদের সাথে আছেন। 

সবজি কিনতে আসা মমিনুল ইসলাম বলেন, গতকাল একটা পোস্ট দেখলাম যে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করা হবে। যদিও সারাদেশেই এই কার্যক্রম চলতেছে। এটা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটা বার্তা নিয়ে আসবে যে, কম টাকায়ও সবজি বিক্রি করে লাভবান হওয়া যায়। এখানে এসে দেখি বাজারে দামের তুলনায় দাম কিছুটা কম। 

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD