কোনো পেশিশক্তির ওপর ভর করে অন্তর্বতী সরকার দায়িত্ব নেয়নি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪


কোনো পেশিশক্তির ওপর ভর করে অন্তর্বতী সরকার দায়িত্ব নেয়নি
ছবি: সংগৃহীত

কোনো পেশিশক্তি বা ব্যবসায়ী সিন্ডিকেন্টের ওপর ভর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ,  জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


শনিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।


আরও পড়ুন: মঙ্গলবার লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৯৫ প্রবাসী


ফাওজুল কবির বলেন, বর্তমান সরকার ক্ষমতা চর্চা নয়, ছাত্র-জনতার অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে। এক হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে দায়িত্ব নিয়েছি।


এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে আমলাসহ বিভিন্ন সিন্ডিকেট দেশের মানুষকে হাতের পুতুলে পরিণত করেছিল। আর সেখান থেকে আমরা দেশটাকে মানুষের হাত তুলে দিতে এসেছি।


আরও পড়ুন: ছাত্রলীগকে নিষিদ্ধের কারণ জানালেন প্রেস সচিব শফিকুল আলম


এদিকে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন, ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে।


এমএল/