জিরো পয়েন্টে আওয়ামী লীগের ডাক, কঠোর হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪
শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরহস্তে মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করারও কোনো সুযোগ নেই।
শনিবার (৯ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের
শফিকুল আলম তার সোশ্যাল মিডিয়ার পোস্টে উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। এই ফ্যাসিস্ট দলকে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। যারা গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে সমাবেশ, মিছিল বা সভা আয়োজন করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমপূর্ণ শক্তি দিয়ে ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশে কোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা সহ্য করবে না।
আরও পড়ুন: কোনো পেশিশক্তির ওপর ভর করে অন্তর্বতী সরকার দায়িত্ব নেয়নি
প্রসঙ্গত, শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আগামীকাল (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (৯ নভেম্বর) দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত দুটি পোস্টে এ ডাক দেয়া হয়েছে।
এমএল/