Logo

গুলিস্তানে ছাত্রলীগ-যুবলীগ সন্দেহে তিনজনকে মারধর

profile picture
জনবাণী ডেস্ক
১১ নভেম্বর, ২০২৪, ০১:৪৫
34Shares
গুলিস্তানে ছাত্রলীগ-যুবলীগ সন্দেহে তিনজনকে মারধর
ছবি: সংগৃহীত

ছাত্রলীগ-যুবলীগের কর্মী সন্দেহে তিনজনকে মারধরের পর পুলিশে

বিজ্ঞাপন

রাজধানীর গুলিস্তানের ছাত্রলীগ-যুবলীগের কর্মী সন্দেহে তিনজনকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে আন্দোলনরত ছাত্র-জনতা।

রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মারধরের শিকার মারুফ বলেন, আমি মিরপুর থেকে এখানে এসেছিলাম ব্যবসার মালামাল কিনতে কিন্তু আমাকে যুবলীগ সন্দেহ করে মারতে শুরু করে।

মারধরের শিকার কবির নামের আরেকজন বলেন, আমি চট্রগ্রাম থেকে কাপড় কিনতে এসেছিলাম গুলিস্তানে।

বিজ্ঞাপন

মারধরের শিকার আরেক ব্যক্তি জানান, তিনি মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পর তার ওপর আক্রমণ করেন আন্দোলনরতরা।

বিজ্ঞাপন

এদিন সকাল থেকে শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই স্থানে বিকাল ৩টায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD