সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪


সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
ছবি: সংগৃহীত

প্রায়ই ফেসবুকে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার থাকেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন গুণী এই নির্মাতা।


এদিকে, অবশেষে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরও দুইজন। তারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী শেখ বশির উদ্দিন। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান।


আরও পড়ুন: উপদেষ্টা ফারুকীকে প্রথম অভিনন্দন বার্তা জয়ের


এরআগে, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীরকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফারুকীকে ফোন করা হয়েছিল বলে নিশ্চিত করে ছিলেন তার নিকটজন। তিনি জানান, ফারুকী প্রাথমিক প্রস্তাব পেয়েছেন। তবে, ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের সম্মতি জানিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


এদিকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই অনেকের শুভেচ্ছায় ভাছেন ফারুকী। অনেকেই আশা রাখছেন এবার সিনেমার উন্নয়নের জন্য তিনি হয়তো কাজ করবেন নিরলসভাবে।


আরও পড়ুন: গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রতিবাদ সভায় হামলা


প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্র্বতীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরও চারজন উপদেষ্টা অন্তর্র্বতী সরকারে যুক্ত হন।


এমএল/