Logo

আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ঐতিহাসিক পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৪, ২৩:০৪
96Shares
আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ঐতিহাসিক পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছা
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক পবিত্র আজিমুশ্বান ইসলামী (মেগা) জলছার আয়োজন করেছে

বিজ্ঞাপন

ফরিদপুরে আটরশির বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পক্ষ থেকে সারাদেশের ১৪টি জেলায় ঐতিহাসিক পবিত্র আজিমুশ্বান ইসলামী (মেগা) জলছার আয়োজন করেছে।

সম্প্রতি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ঐতিহাসিক পবিত্র আজিমুশ্বান ইসলামী (মেগা) জলছা শুক্রবার (১৫ নভেম্বর) কুমিল্লা টাউন হল ময়দান থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বরিশালের হেমায়েত উদ্দিন জাতীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (রহ.) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৫ ইং এর দাওয়াতের অংশ হিসেবে বিগত বছরের ন্যায় এ বছরও সকল জাকেরান আশেকানদের সম্পৃক্ত করে ব্যাপকভাবে ঐতিহাসিক পবিত্র আজিমুশ্বান ইসলামী (মেগা) জলছা আয়োজন করেছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ। 

বিজ্ঞাপন

জানা যায়, বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (রহ.) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৫ ইং এর দাওয়াতি ঐতিহাসিক পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছার অনুমোদন দিয়েছেন বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (রহ.) ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব। ঐতিহাসিক পবিত্র আজিমুশ্বান ইসলামী (মেগা) জলছা আয়োজনের স্থান নির্ধারন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুমোদন সংগ্রহ করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

ঐতিহাসিক পবিত্র আজিমুশ্বান ইসলামী (মেগা) জলছার স্থানগুলো হলো:

বিজ্ঞাপন

১৫ নভেম্বর (শুক্রবার) কুমিল্লা টাউন হল ময়দান; ১৬ নভেম্বর (শনিবার) আলহাজ্ব আব্দুর রহমান মার্কেট সংলগ্ন ময়দান, নতুন বাস স্ট্যান্ড, হবিগঞ্জ; ১৭ নভেম্বর (রবিবার) ময়মনসিংহ টাউন হল ময়দান; ১৮ নভেম্বর (সোমবার) তারকা মার্কেট, ভোগড়া, বাইপাস, গাজীপুর; ১৯ নভেম্বর (মঙ্গলবার) ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজ মাঠ, পঞ্চগড়; ২০ নভেম্বর (বুধবার) ধোপাডাঙ্গা নতুন বাজার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা; ২১ নভেম্বর (বৃহস্পতিবার) নজিপুর পাবলিক মাঠ, নওগাঁ; ২২ নভেম্বর (শুক্রবার) পুরাতন স্টেডিয়াম ময়দান, চুয়াডাঙ্গা; ২৩ নভেম্বর (শনিবার) টাউন হল ময়দান (মুন্সী মেহেরুল্লাহ ময়দান) যশোর; ২৪ নভেম্বর (রবিবার) স্বনির্ভর ইউনাইটেড ক্লাব মাঠ, পালের হাট, রূপসা, খুলনা; ২৫ নভেম্বর (সোমবার) মঠবাড়িয়া সরকারি কলেজ মাঠ, মঠবাড়িয়া, পিরোজপুর; ২৬ নভেম্বর (মঙ্গলবার) পৌরসভা অডিটোরিয়াম বালুর মাঠ, শরিয়তপুর; ২৭ নভেম্বর (বুধবার) আমবাগিচা খেলার মাঠ, আগানগর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা এবং ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) হেমায়েত উদ্দিন জাতীয় ঈদগাহ ময়দান, বরিশাল।

বিজ্ঞাপন

উল্লেখ, বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাহ্ সূফী হযরত খাজাবাবা ফরিদপুরী (রহ.) ছাহেবের পীর ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সূফী সাধক হযরত মাওলানা খাজাবাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) ছাহেব।

বিজ্ঞাপন

হযরত খাজাবাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) ১৯৫২ সালে ওফাতবরন করেন ৷ সেই থেকে আজ অবধি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উদযাপন হয়ে আসছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD