দেশের ৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘দরদ’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৪
ঢাকাই চলচ্চিত্রের শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘দরদ’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৫ নভেম্বর)। প্যান ইন্ডিয়ার নির্মিত এ সিনেমাটি চলছে দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে। তবে, ‘দরদ’ শুধু দেশেই নয়, একযোগে ২০ টি দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি। যদিও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রেক্ষাগৃহে ‘দরদ’ দেখা যাবে, তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।
এদিকে মুক্তির দু’দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়। পরিচালক অনন্য মামুন বলেন, ‘ঈদ ছাড়া ১০০ হলে দেশে মুক্তি পাচ্ছে দরদ। ইতোমধ্যে ৮৪টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না।’
আরও পড়ুন: আসিফের গানের মডেল আলোচিত ফারজানা সিঁথি
এ নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমেও কথা বলেন তিনি। অনন্য মামুনের কথায়, ‘খুব ভালো প্রতিক্রিয়া। পরপর শো হাউজফুল হচ্ছে। শুক্রবারের সব শো ইতোমধ্যে হাউসফুল হয়ে গেছে। আশা করছি, ছবিটি নতুন নজির গড়বে।’
জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২২টি শো চলবে দরদ’র। এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও চলছে ছবিটি ‘দরদ’। বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলেও চলছে সিনেমাটি।
আরও পড়ুন: কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না: চমক
এদিকে অগ্রীম টিকিট বিক্রি প্রসঙ্গে হল মালিকরা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক।
উল্লেখ্য, রোম্যান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে ছবিপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
এমএল/