Logo

‘আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না, বরং দুয়া ভিক্ষা চাইবেন’

profile picture
জনবাণী ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৪, ০৮:১২
88Shares
‘আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না, বরং দুয়া ভিক্ষা চাইবেন’
ছবি: সংগৃহীত

ছেড়ে দ্রুত বেরিয়ে আসবেন না কেননা মাজমাউল বাহরাইনে তা ধরা পরে যাবে

বিজ্ঞাপন

আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না। বরং দুয়া ভিক্ষা চাইবেন। আর যদি আপন আখলাকে আদব নাইবা থাকে তবে অন্তত চুপ থাকার অভ্যাস করুন, নফসের খোলোশ ছেড়ে দ্রুত বেরিয়ে আসবেন না কেননা মাজমাউল বাহরাইনে তা ধরা পরে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক ও তা’লেবে ইলম আবু ত্বহা মুহাম্মদ আদনান।   

শনিবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসের দীর্ঘ কথার শেষদিকে এই মর্মবাণী লেখেন। তিনি জানান, ইলমের সাথে কয়েকটি বিষয়ের গভীর তায়াল্লুক (সম্পর্ক) রয়েছে। যেমন: আদব, বিনয়, সবর, আ'মাল, মুজাহাদা, তাজকিয়া, যিকির, ইস্তিক্বমাহ, দুয়া ইত্যাদি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি লেখেন, দ্বীন শিখুন শুধুমাত্র মুহাক্কিক ওলামায়ে কেরামের কাছে। গাইরে আলেমদের উপরে ভরসা করবেন না। এমনকি আমাদের উপরেও না। আর যারা তালেবও হওয়ার ফুরসৎ পায়নি তাদের হালত তো ইলমের সাগরে ভেসে আসা খড়কুটার মতো! যদিও তারা জামানার বিশাল কোন মাশহুর সেলিব্রেটি হয়! 

সেদিন উস্তাযকে জিজ্ঞেস করেছিলাম আল্লাহর কাছে মাক্ববুলিয়্যাত পাওয়ার জন্য এগুলোর কোনটি বেশি গুরুত্বপূর্ণ? নাকি সবগুলোই? কিছুক্ষন নীরব থেকে উত্তর দিলেন "বরং কোন বুজুর্গের নেক নজর"!!!  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবু ত্বহা আদনান লেখেন, ওয়াল্লাহি কিতাব বা কালাম কখনোই রুহানি সহবতের বিকল্প হতে পারেনা আর আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না। বরং দুয়া ভিক্ষা চাইবেন। আর যদি আপন আখলাকে আদব নাইবা থাকে তবে অন্তত চুপ থাকার অভ্যাস করুন, নফসের খোলোশ ছেড়ে দ্রুত বেরিয়ে আসবেন না কেননা মাজমাউল বাহরাইনে তা ধরা পরে যাবে! 

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD