ঢাবি উপাচার্যের সাথে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ডেপুটি এসোসিয়েট ডিন ড. টম পাওয়ারের নেতৃত্বে ২-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল মঙ্গলবার (৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অপর সদস্য হলেন একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. ক্লেয়ার হেজেস।
এসময় ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান এবং অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এসময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা করেন। করোনা পরিস্থিতিতে স্মার্ট ডিভাইসের মাধ্যমে অনলাইনে চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়েও তাঁরা মত বিনিময় করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রতিনিধিদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এসএ/