বন্ধু আনফ্রেন্ড করার দিন আজ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪


বন্ধু আনফ্রেন্ড করার দিন আজ
ফাইল ছবি।

অবসর সময়ে আমাদের দৈনন্দিন জীবনযাপনের অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। সোশ্যাল মিডিয়ায় যাদের চাইলেও এতদিন আনফ্রেন্ড করতে পারছিলেন না, আজ করে দিন। কেননা এসব বিরক্তিকর এবং অপছন্দের মানুষকে ছাঁটাই করার দিন আজ। ১৭ নভেম্বর আনফ্রেন্ড দিবস।


আরও পড়ুন: নতুন বন্ধু পাতানোর দিন আজ


বর্তমানে সব বয়সি মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। আর এই প্ল্যাটফর্মগুলোতে পরিচিতদের পাশাপাশি অপরিচিতদের সঙ্গেও বন্ধুত্ব করা যায় সহজেই। আর এখানে আপনার যাকে ভালো লাগে না, কিংবা কেউ আপনাকে বিরক্ত করেন, এমন ব্যক্তিকে চাইলেই সরিয়ে দিতে পারেন নিজের প্রোফাইল থেকে।


‘আনফ্রেন্ড দিবস’ বিশ্বের অনেক দেশেই পালন করা হয় আনন্দের সঙ্গে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ দিবস নিয়ে নানা স্ট্যাটাস এবং লেখালেখি চোখে পড়ে।


আরও পড়ুন: যে গ্রামে পুরুষ নিষিদ্ধ, তবুও অন্তঃসত্ত্বা হন নারীরা


২০১৪ সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ বা ‘বন্ধু ছাঁটাই করার দিন’ প্রতিষ্ঠা করেন। দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিল: সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া। 


আরএক্স/