আবারও সড়ক অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে আবার নতুন করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই কলেজটির সামনের সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: ঢামেকের সেই ভুয়া চিকিৎসক পাপিয়া আক্তার স্বর্ণা কারাগারে
শিক্ষার্থীরা বলছেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় তাদের এ অবরোধ কর্মসূচী।
এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচী চলে। পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন।
আরও পড়ুন: ঢামেক থেকে ভুয়া চিকিৎসক পাপিয়া আক্তার স্বর্ণা আটক
বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবার নতুন করে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এমএল/