সরকারি কর্মকর্তারা জনগণের মালিক নয়: মশিউজ্জামান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪


সরকারি কর্মকর্তারা জনগণের মালিক নয়: মশিউজ্জামান
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ান দূতাবাসে প্রবাসীদের উপর নির্যাতনের প্রতিবাদে গণঅধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশ করে। উক্ত সমাবেশে কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান (আহ্বায়ক  গণঅধিকার পরিষদ) বলেন প্রবাসীদের রেমিটেন্সের টাকায় যাদের বেতন হয় তাদের দায়িত্ব জনগণের সেবা করা। জনগণের উপর প্রভুত্ব জাহির করা নয়। মালয়েশিয়ায় প্রবাসীদের সহযোগিতার পরিবর্তে নির্যাতন করা ও এর সাথে জড়িত ব্যক্তিদের কে অবিলম্বে আইনে আওতায় আনার আহবান জানান। 


সদস্য সচিব ফারুক হাসান বলেন, বিদেশের মাটিতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তা এটা তার জন্য কাম্য ছিল। এখনো সরকারের গুরুত্বপূর্ণ পথগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তরা পদায়িত হয়েছে। তাদেরকে না সরাতে পারলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিকালেই ফেলে দিয়েছিল। বিগত ১৭ বছর প্রবাসীরা বিভিন্নভাবে হেনস্থার শিকার তাই অন্তর্ব সরকারকে প্রবাসীদের পাশে দাঁড়াতে হবে।


আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে


যুগ্ম সদস্য সচিব, মো. তারেক রহমান বলেন, প্রবাসীদের মারধর করল মালয়েশিয়া দূতাবাসের কর্মীরা সে বিষয়ে কোন ব্যাবস্থা নিল না সরকার। প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, পাসপোর্ট না পেলে অবৈধ হয়ে যাবে অথচ  মালয়েশিয়া দূতাবাস তাদের পাসপোর্ট দিতে গরিমসী করছে। উপদেষ্টা আসিফ নজরুল কর্তৃক প্রবাসীদের শ্রমিক সম্বোধনের সমালোচনা করে তারেক বলেন, প্রবাসী ভাইদের ভাই বলে সম্বোধন করবেন, স্যার বলে সম্বোধন করবেন।


এছাড়া উত্তর বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইমরান, এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় নেতা আরিফ বিল্লাহ, জিয়াউর রহমান, ইমাম উদ্দিন সহ জনজোটের আহবায়ক, মোজাম্মেল মিয়াজী, প্রবাসী অধিকার ঐক্য পরিষদের উপদেষ্টা, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, মালয়েশিয়া প্রবাসী নেতা ও রাজনৈতিক বিশ্লেষক পলাশ চৌধুরী ও ঢাকা মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ।


এমএল/