‘রাজনৈতিক দলের শাস্তির বিধান থাকছে না ট্রাইব্যুনাল আইনে’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪


‘রাজনৈতিক দলের শাস্তির বিধান থাকছে না ট্রাইব্যুনাল আইনে’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের সংশোধনীতে কোনো রাজনৈতিক দলকে শাস্তির সুপারিশ করার বিধান থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।


বুধবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জানান তিনি।


আরও পড়ুন: ‘মনোনয়নপত্রের বাণিজ্য বন্ধ ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব’


আসিফ নজরুল বলেন, আমাদের প্রস্তাব, রাজনৈতিক দলের সাজার ক্ষেত্রে আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়ার ব্যাপারে। ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’ এর খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করেন, তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারেন।


আসিফ নজরুল আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারেন। তবে, এসব বিষয় খসড়ায় বলা নেই।


আরও পড়ুন: মুজিব বর্ষের খরচ ১২শ’ কোটির বেশি, চলতি অর্থবছরের বরাদ্দ বাতিল


প্রসঙ্গত, বুধবার সচিবালয়ে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।


এর আগে ১৯ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আগামীকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।


এমএল/