ঢাকা শহরে প্রাইভেট কারের সংখ্যা কমানোর উদ্যোগ নিন: ফারুক হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪
গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, রিকশা নাকি ব্যাটারি চালিত অটোরিকশা, এই আলাপ আপাতত বন্ধ রেখে ঢাকা শহরে প্রাইভেট কারের সংখ্যা কমানোর উদ্যোগ নিন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, জনপ্রতিনিধি আর সরকারি আমলাদের পাবলিক গাড়িতে যাতায়াতের সিদ্ধান্ত নেন, দেখবেন ঢাকা শহরে যানজট ৫০% অটোমেটিক কমে গেছে।
ফারুক হাসান বলেন, গরীবদের পেটে এখনি লাথি মারার প্রয়োজন নেই, আগে সরকারি আমলাদের গাড়ি বিলাসিতা বন্ধ করেন।
তিনি আরও বলেন, এমনও দেখেছি একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজের জন্য ২ টা গাড়ি, বউয়ের জন্য একটা গাড়ি, বাচ্চাদের জন্য আলাদা আলাদা গাড়ি রেখেছেন। এরকম নজির ভুরিভুরি আছে; আগে এগুলো থামান, তারপর না হয় অটোরিকশা বন্ধ কইরেন।
আরএক্স/