সম্পদের হিসাব জমা দিতে সময় পাচ্ছেন সরকারি কর্মচারীরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪


সম্পদের হিসাব জমা দিতে সময় পাচ্ছেন সরকারি কর্মচারীরা
ফাইল ছবি

  1. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চলতি বছরের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য এক মাস সময় বাড়ছে। ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও এ সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।


রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিনিয়র সচিব।


আরও পড়ুন: সামনে অজানা অনেক চ্যালেঞ্জ আছে: সিইসি


তিনি বলেন, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে। আমরা এ বিষয়ে সার্কুলার ইস্যু করবো।


মোখলেস উর রহমান আরও বলেন, গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। কীভাবে এটা জমা দিতে হবে তা অনেকেই বুঝতে পারছেন না। এ জন্য সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।


এমএল/