Logo

বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৪, ০৭:১৩
63Shares
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

আর যেটা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত আরও বৈরিতায় রূপ নিয়েছে

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যকার সম্পর্কটা কেমন, সেটা অজানা নয় কারোর। সুপারস্টার শাকিব খানকে ঘিরে তাদের দু’জনের দ্বন্দ্বটা বেশ পুরোনো। আর যেটা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত আরও বৈরিতায় রূপ নিয়েছে। 

সবশেষ শবনম বুবলীর জন্মদিনকে কেন্দ্র করে এই দুই অভিনেত্রীর কোন্দলের চিত্র আরও একবার প্রকাশ্যে এসেছে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) ছিল নায়িকা বুবলীর জন্মদিন। দিনটিতে কাছের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি। সেই মুহূর্ত তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে বুবলীর জন্মদিনের তিনদিন পর রবিবার (২৪ নভেম্বর) অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলে লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সঙ্গে একটি অট্টোহাসির ইমোজি জুড়ে দেন এই চিত্রনায়িকা। 

সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলীর জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন অপু। যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্ত-সমর্থকদের। কারণ ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। ওই বছর বুবলী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’! চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল দ্বন্দ যুদ্ধে। একজন অন্যজনকে নিয়ে বিভিন্ন রকম কটু মন্তব্যও করেন। 

বিজ্ঞাপন

সেই ঘটনার দুই বছর পর আবারও বুবলীর জন্মদিনে তাকে খোঁচা দিতে গেল অপু বিশ্বাসকে। যা মোটেও ভালোভাবে নেননি তার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সমালোচনার শিকার হচ্ছেন তিনি। 

বিজ্ঞাপন

অপুকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন, বুবলীকে নিয়ে আপনার হিংসা কমছে না। কারো মন্তব্য, আপনাদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। কেউ আবার অপুর মন-মানসিকতার ধরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান আব্রাম খান জয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। সেই সংসারে ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। এর কয়েক বছরের মাথায় তাদের বিচ্ছেদের খবর শোনা যায়। 

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD