Logo

কালপিটদের শহীদ পরিবারের সামনে দাঁড় করানো উচিত: সারজিস

profile picture
জনবাণী ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৪, ০৬:২৪
33Shares
কালপিটদের শহীদ পরিবারের সামনে দাঁড় করানো উচিত: সারজিস
ছবি: সংগৃহীত

সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে বিভিন্ন সিস্টেমে আমরা যখন যাই

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, আজকের এ বাংলাদেশে আমাদের শুনতে হয় সেই কালপিট, সেই নরপিশাচরা প্রশ্ন তুলে বলে, স্নিগ্ধ আর মুগ্ধ একই ব্যক্তি। তখন আমাদের মনে হয় সেই নরপিশাচরা এত বড় হত্যাযজ্ঞ এদেশে ঘটিয়েছে, ওদের প্রত্যেককে প্রতিদিন শহীদ পরিবারের সামনে দাঁড় করিয়ে দেওয়া উচিত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় সারজিস আলম বলেন, প্রায় দুই হাজার মানুষকে খুন করার সেই ফ্যাসিবাদী দোসরদের লেশমাত্র অনুশোচনা নেই। প্রায় অর্ধ লাখ মানুষকে রক্তাক্ত করা, শত শত ভাই-বোনকে সুন্দর এই পৃথিবীর মুখ দেখতে না দেওয়া, শত-শত বীর যোদ্ধা রয়েছে যারা আর নিজের পায়ে কখনোই ভর দিয়ে দাঁড়াতে পারবে না, শত শত বীর যোদ্ধা আছে তারা আর কোনো দিন নিজের বাবা-মা ও স্ত্রীকে নিজের হাত দিয়ে জড়িয়ে ধরতে পারবে না- সেই নরপিশাচদের আমাদের সহযোদ্ধাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া উচিত।

তিনি বলেন, আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখনও বিভিন্ন জায়গায় ব্যত্যয় দেখতেছি। কারণ বিগত ১৬ বছরে এসব সুবিধাভোগীরা ছিল। এখনও তারা বিভিন্ন চেহারায়, বিভিন্ন রূপে ঘাপটি মেরে বসে আছে, আর না হয় গিরগিটির মতো রূপ পাল্টে রয়েছে। সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে বিভিন্ন সিস্টেমে আমরা যখন যাই। রাষ্ট্র কাঠামোর যৌক্তিক দাবি নিয়ে, ওই মানুষগুলো এখনও তাদের জায়গা থেকে নানাবিধ অবহেলা দেখায়।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, আমরা যখন শহীদ পরিবার ও সহযোদ্ধাদের ফাইল নিয়ে সচিবালয়ে যাই, তখন আমাদের টেবিলে-টেবিলে গিয়ে সামনে দাঁড়াতে হয়। এখনও অনেকে রয়েছেন রাষ্ট্র কাঠামোতে, তারা চায় না এ গণঅভ্যুত্থান টিকে থাকুক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর পরিবারকে অনুষ্ঠানে ৮ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। এর মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD