Logo

শিশুকে দীর্ঘ সময় ডায়াপার পরিয়ে রাখলে কী হয়?

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৪, ২৩:২০
59Shares
শিশুকে দীর্ঘ সময় ডায়াপার পরিয়ে রাখলে কী হয়?
ছবি: সংগৃহীত

ডায়াপার নানা ধরণের সুবিধা প্রদান করে, বিশেষ করে শিশুদের পরিস্কার রাখার ক্ষেত্রে।

বিজ্ঞাপন

ডায়াপার নানা ধরণের সুবিধা প্রদান করে, বিশেষ করে শিশুদের পরিস্কার রাখার ক্ষেত্রে। তবে শিশুদের একই ডায়াপারে  বেশিক্ষণ রেখে দিলে ভালোর থেকে ক্ষতি বেশি হতে পারে। শিশুর ত্বক সূক্ষ্ম যা আর্দ্রতা, জ্বালাপোড়া এবং বায়ুপ্রবাহের অভাবের জন্য অত্যন্ত সংবেদনশীল। এর ফলে ফুসকুড়ি, সংক্রমণ এবং বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। ময়লাযুক্ত ডায়াপারের দীর্ঘ সময় ব্যবহার করলে শুধু শারীরিক অস্বস্তি সৃষ্টি করে না, গুরুতর স্বাস্থ্য সমস্যাও সৃষ্টি করতে পারে। শিশুকে  একই ডায়পার দীর্ঘ সময় পরিয়ে রাখলে হতে পারে জেনে নিন-

বিজ্ঞাপন

১. মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই)

ভেজা বা নোংরা ডায়াপার দীর্ঘ সময় থাকলে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে, যা UTI-এর ঝুঁকি বাড়ায়। মলদ্বার এবং মূত্রনালীর মধ্যে সংক্ষিপ্ত নৈকট্যের কারণে মেয়েদের ক্ষেত্রে ইউটিআই-এর প্রবণতা বেশি, তবে ছেলেরাও সম্পূর্ণভাবে মুক্তি পায় না।

বিজ্ঞাপন

২. ফুসকুড়ি

একই ডায়াপার দীর্ঘ সময় ধরে পরিয়ে রাখলে শিশুর ত্বকে ফুসকড়ির মতো বিভিন্ন সমস্যা দেখা দেওয়া খুব সাধারণ। আর্দ্রতা, প্রস্রাব এবং মল দীর্ঘ সময় ধরে ত্বকে লেগে থাকলে তা জ্বালা সৃষ্টি করতে পারে। সেখান থেকে দেখা দেয় আরও নানান সমস্যা।

বিজ্ঞাপন

৩ ত্বক ফেটে যাওয়া এবং ঘা

ক্রমাগত আর্দ্রতা ও বিরক্তিকর পরিবেশ ত্বকে ফেটে কারণ হতে পারে, যার কারনে ঘা বা আলসার হতে পারে। আর তাইদীর্ঘ সময় ডায়াপার  পরিয়ে রাখবেন না। 

বিজ্ঞাপন

৪. ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণ

নোংরা ডায়াপারের উষ্ণ এবং আর্দ্র অবস্থা ছত্রাক এবং ব্যাকটেরিয়া, বিশেষ করে ক্যান্ডিডা ইস্টের বৃদ্ধি বাড়িয়ে দেয়, যা ক্যান্ডিডিয়াসিস সৃষ্টি করে। ক্রমাগত লালচেভাব, ফুসকুড়ি আক্রান্ত স্থানে সাদা বাম্প ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। এর চিকিৎসা না করা হলে প্রদাহ বাড়তে পারে।

বিজ্ঞাপন

৫. অ্যামোনিয়া ডার্মাটাইটিস

বিজ্ঞাপন

প্রস্রাব থেকে নির্গত অ্যামোনিয়া ত্বকে জ্বালাপোড়া সৃস্টি করতে পারে, যার কারনে অ্যামোনিয়া ডার্মাটাইটিস হয়। এর ফলে লালচেভাব এবং জ্বালাপোড়া দেখা দিতে পারে, বিশেষ করে ডায়াপার যখন দীর্ঘ সময় পরিবর্তন না করা হয় ।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD