Logo

জাবিতে ডিজিটাল ক্যাটাগরিতে 'বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন সজীব

profile picture
জনবাণী ডেস্ক
৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৫
31Shares
জাবিতে ডিজিটাল ক্যাটাগরিতে 'বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন সজীব
ছবি: সংগৃহীত

জাবিতে ডিজিটাল ক্যাটাগরিতে 'বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন সজীব

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ১৪তম প্রজাপতি মেলায় 'প্রজাপতি এবং প্রকৃতির সংরক্ষণ' সম্পর্কিত প্রতিবেদন লেখালেখির জন্য ডিজিটাল ক্যাটাগরিতে "বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড" ২০২৪ পেয়েছেন তরুণ লেখক সজীবুর রহমান সজীব।

শুক্রবার (৬ ডিসেম্বর) জহির রায়হান মিলনায়তন অঙ্গনে আয়োজিত প্রজাপতি মেলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মেলার আহবায়ক তাকে এ পুরস্কার তুলে দেন। এই মেলায় এক বছরে অবদানের জন্য প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকদের পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোঃ সজীবুর রহমান সজীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বাহান্ন নিউজ এবং দৈনিক জনবাণী পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সজীব জীববৈচিত্র্য, প্রকৃতি এবং প্রজাপতি সংরক্ষণ নিয়ে বেশকিছু প্রতিবেদন করেছেন। তার লেখালেখি গণমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করে তিনি পরিবেশ সুরক্ষায় অবদান রেখে আসছেন। জাহাঙ্গীরনগরের প্রাণ-প্রকৃতি নিয়ে গবেষণা প্রতিবেদন, ফিচার এবং গুরুত্বপূর্ণ রিপোর্ট লিখেছেন। তার লেখাগুলোতে জীববৈচিত্র্যের অজানা তথ্য, পরিবেশের সমস্যা ও তার সমাধান তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

সম্মাননা পেয়ে সজীবুর রহমান সজীব বলেন, “পুরস্কার শুধু একটি সম্মান নয়, অনুপ্রেরণাও। কাজের স্বীকৃতি পেয়ে ভীষণ ভালো লাগছে। আমাকে সম্মানিত করার জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।

বিজ্ঞাপন

'প্রজাপতি এবং প্রকৃতির সংরক্ষণ' সম্পর্কিত প্রতিবেদন লেখালেখির জন্য সাংবাদিকদের উৎসাহিত করার একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা করেছে এই "বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড"। প্রতিবছর বিশেষ লেখনি এবং গবেষণার উপর কয়েকটি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD