পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪


পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ছবি: প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতির দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন


সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০ টায় পাথরঘাটা প্রেসক্লাবের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত থেকে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেন।


পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকোনুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা (সহকারী ভূমি) কমিশনার মোহাম্মদ এমাদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবীব, সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সম্পাদক আমিন সোহেল, মরিয়ম চৌধুরী জেবু প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগ করেন। এছাড়াও জাতীয় গনমাধ্যমে প্রকাশিত পাথরঘাটার দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জন্য আহ্বান জানান।


আরও পড়ুন: পাথরঘাটায় মানবাধিকার কমিশনের কমিটি গঠন


পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকোনুজ্জামান খান বলেন পরিবার থেকেই দুর্নীতি বিরোধী শিক্ষা নিতে হবে। শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতিই দুর্নীতি নয় যে কোনো ধরনের অনিয়ম থেকেই দুর্নীতির শুরু হয়। তাই সকল অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করতে হবে।


এসডি/