কুড়িগ্রামে শীতের দাপটে জনজীবনে ভোগান্তি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪
কুড়িগ্রামে শীতের তীব্র দাপট, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট ও প্রকৃতি। কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রার পারদ ১০ ডিগ্রিতে
এদিকে দিনের অধিকাংশ সময় সূর্য মেঘের আড়ালেই থাকছে। সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে নিম্নগামী হতে থাকে তাপমাত্রা। এই সময় তীব্র শীত অনুভূত হতে থাকে। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
কুড়িগ্রামের জান্নাতুর রহমান বলেন, এখন অনেক ঠান্ডা। কাজও করতে পারছি না সময়মতো। গতকাল থেকে ঠান্ডার কারণে ঘর থেকে বাইরে বের হওয়া যায় না। আবার রাতেও বিছানায় খুব কষ্ট হয়। আমরা তো গরিব মানুষ ২-১টা কম্বল পাইলে খুব উপকার হতো।
আরও পড়ুন: সাগরে গভীর নিম্নচাপ, যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ১৫ দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ১২-১৬ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। এ মাসের মাঝামাঝি নাগাদ এ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরএক্স/