১০৫ কেজি গাজাসহ মাদককারবারী আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪


১০৫ কেজি গাজাসহ মাদককারবারী আটক
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর রাতে র‌্যাব-১২  সিরাজগঞ্জ সদর থানার পঞ্চসারটিয়া সাকিনস্থ পঞ্চসারটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে গাজাসহ মাদককারবারীকে আটক করেছে। আটকৃত মাদক ব্যবসায়ী নুরুজ্জামান কমল নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মৃত নুর হোসেনের ছেলে। 


আরও পড়ুন: সিরাজগঞ্জে কণ্ঠশিল্পী কনকচাঁপার বিরুদ্ধে কাজিপুর বিএনপির সংবাদ সম্মেলন


র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালে সদর থানাধীন পঞ্চসারটিয়া সাকিনস্থ পঞ্চসারটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে  একটি প্রাইভেট কার আটক করেন। এ সময় কারটি তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় রাখা প্রাইভেট কারের ব্যাক ডালার নীচে মালামাল রাখার জায়গায় খাকি কসটেপ ও পলিথিন দিয়ে মোড়ানো ১০৫ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী নুরুজ্জামান কমলকে আটক করা হয়।  আটক কমলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৫টি মাদক মামলা রয়েছে। 


তিনি আরো জানান, আটক কমলসহ উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত কারটি সদর থানায় হস্তান্তরপুর্বক মামলা দায়ের করা হয়েছে।


এসডি/