সিরাজগঞ্জে কণ্ঠশিল্পী কনকচাঁপার বিরুদ্ধে কাজিপুর বিএনপির সংবাদ সম্মেলন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪


সিরাজগঞ্জে কণ্ঠশিল্পী কনকচাঁপার বিরুদ্ধে কাজিপুর বিএনপির সংবাদ সম্মেলন
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে কণ্ঠশিল্পী কনকচাঁপার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার আলমপুর চৌরাস্তায় উপজেলা বিএনপি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা লিখিত বক্তব্যে বলেন, বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কণ্ঠশিল্পী কনক চাঁপার কর্মী-সমর্থকদের উপর কে বা কারা হামলা চালিয়েছে বিষয়টা আমাদের অজানা। 


আরও পড়ুন: নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু


হামলার সময়ে আমি ঢাকায় অবস্থান করছিলাম। অথচ এই হামলা আমার নির্দেশে হয়েছে বলে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও বলেন, কণ্ঠশিল্পী কনকচাঁপা সিরাজগঞ্জ-১ আসন থেকে এমপি পদে নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে। আমি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী। আমার সাথে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সু-সম্পর্ক রয়েছে যেটা কনক চাপার সহ্য হচ্ছে না। তাই আমার সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন কনক চাঁপা। 


সুবিধাবাদী কণ্ঠশিল্পী কনক চাঁপা যে আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন সেই আসনে তার কোন ঠিকানা বা বসতবাড়ি খুজে পাওয়া যায়নি। ৫ আগষ্টের পর থেকে বিএনপি নামধারী কনক চাঁপা টাকার বিনিময়ে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও কিছু বিএনপি নামধারীদের ব্যবহার করে আমার নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে তিনি  উল্লেখ করেন। 


আরও পড়ুন: সিরাজগঞ্জের মেয়ের সাথে চায়নার যুবকের প্রেম, ইসলাম ধর্মগ্রহণ করে বিয়ে করলেন যুবক


সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বাবলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমএল/