সিরাজগঞ্জের মেয়ের সাথে চায়নার যুবকের প্রেম, ইসলাম ধর্মগ্রহণ করে বিয়ে করলেন যুবক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪


সিরাজগঞ্জের মেয়ের সাথে চায়নার যুবকের প্রেম, ইসলাম ধর্মগ্রহণ করে বিয়ে করলেন যুবক
ছবি: প্রতিনিধি

গার্মেন্টসের বায়ারের কাজে বন্ধুদের সাথে চায়না থেকে বাংলাদেশের গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় ঘুরতে আসেন চেংনাং নামে চায়নার এক যুবক। 


আরও পড়ুন: সিরাজগঞ্জে আওয়ামীপন্থীদের আইনকর্মকর্তা নিয়োগের প্রতিবাদ


এসেই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্তরা নামে এক যুবতির সঙ্গে দেখা হয় এবং তার প্রেমে পড়ে যায়। এরপর দুজনের মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিক্রমে যুবক মুসলিম ধর্ম গ্রহন করে প্রেমিকা অন্তরাকে বিয়ে করেন।


মুসলিম ধর্ম গ্রহন করে নতুন তার নাম রেখেছেন সালমান স্বাধীন। বর্তমানে দুজন সিরাজগঞ্জের কাজিপুর পৌর এলাকার বিয়ারা গ্রামে অন্তরার বাড়ীতে বসবাস করছে। ভিসা প্রসেসিং শেষে স্বামী-স্ত্রী দুইজনে চায়নার হুনান শহরে চলে যাবে। দুই দিন আগে নব দম্পত্তি গ্রামে আসলে অন্তরার স্বজনসহ দূর-দূরান্তের মানুষ এসে বিদেশী জামাইকে দেখতে ভীড় জমাচ্ছেন।


অন্তরা খাতুন বলছেন, গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করা অবস্থায় চায়না থেকে কিছু বিদেশী বায়ারের সাথে চেং নাং কারখানায় আসেন। তখন তাকে দেখে চেংনাংয়ের ভাল লাগে। এরপর দুজনের ফেসবুকে কথাবার্তা এবং মনদেয়া নেয়া হয়। তিনমাস প্রেমের সম্পর্কের পর পরিবারের সম্মতিতে চেংনাং ইসলাম ধর্ম করে এবং সেপ্টেম্বরের ২২ তারিখে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 


আরও পড়ুন: সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য হলেন যারা


তিনি আরো বলেন, গত ৫ মাস আগে তার পুর্বের স্বামীর সাথে তার ডিভোর্স হয়েছে। ৯ বছর বয়সী একটি মেয়েও রয়েছে তার। তবে এসব বিষয় খুব সহজ ভাবেই মেনে নিয়েছে সালমান স্বাধীন ওরফে চেং নাং। 


চীনের হুনান শহরের যুবক চেং নাং বলেন, অন্তরাকে প্রথম দেখে আমার ভীষণ ভালো লাগে। পরে তার সাথে আমি যোগাযোগের মাধ্যম খুঁজতে থাকি। একপর্যায়ে অন্তরার ফেসবুক আইডি সংগ্রহ করে তাকে মেসেজ পাঠাই। সেই থেকে আমাদের সম্পর্কের শুরু। এরপর প্রেম এবং বিয়ে। অন্তরার অতীত নিয়ে আমার কোন ভাবনা নেই। এখন দুজন সারাজীবন একসাথে থাকব এটাই আমাদের পরিকল্পনা। ইতোমধ্যে ভিসার আবেদন করেছি। ভিসা পেলেই দুজন চীনে চলে যাবে। 


অন্তরার বাবা আব্দুর রশিদ ও মা রাহেলা খাতুন জানান, প্রথমে একটু চিন্তা হয়েছিল। ভিনদেশী একজনের সাথে আমাদের মেয়ে কিভাবে সংসার করবে। তবে ধীরে ধীরে একে অপরকে জানতে ও বুঝতে শিখেছে। তাদের মধ্যে একটি নিবির বন্ধনের সৃষ্টি হয়েছে। সেজন্য আমরাও তাকে মেয়ের জামাতা হিসেবে মেনে নিয়েছি। অভিভাবক হিসেবে আমরা খুশি  দোয়া করি তারা যেন সারাজীবন সুখে থাকুক। 


আরও পড়ুন: সিরাজগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫


গ্রামবাসী বলছেন, কাজিপুর উপজেলায় চায়না আসা এক যুবক আমাদের গ্রামের মেয়েকে মেয়ে করেছে জানতে পেরে আমরা খুশি। ইন্টারনেটের আধুনিক যুগে এ ধরনের সম্পর্ক স্বাভাবিক। এতে চীনের সাথে আমাদের কাজিপুরের একটা ভাল সম্পর্ক গড়ে ওঠল। আমরা এলাকাবাসী দুজনকেই দোয়া করি তারা যেন সবসময় ভাল থাকেন।


এসডি/