চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৪


চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৮৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২


বুধবার (১১ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়ন পরিষদের হল রুমে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র‍্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের উদ্যোগে ইউনিয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। 


চেয়ারম্যান আব্দুল বাদী বলেন, ‘নিরাপদ অভিবাসনের জন্য সর্বোচ্চ নীতিনির্ধারকদেরও দায়িত্ব নিতে হবে। প্রবাসীদের সঠিক মর্যাদা নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পরিষদের সকলেও সচেতনতা বৃদ্ধিতে ব্র‍্যাকের পাশাপাশি তারাও কাজ করবে বলে’ জানান।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু


এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, চর অনুপনগর প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক শ্যামল কুমার, পরিবার পরিকল্পনা পরিদর্শক আশিকুল হাবিব, চর অনুপনগর আলীম মাদ্রাসার শিক্ষক আরিফ হোসেনসহ ইউনিয়নটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


এসডি/