Logo

রবিবার নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৩
47Shares
রবিবার নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ
ছবি: সংগৃহীত

আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৫১ হাজার ২৯০ জন

বিজ্ঞাপন

২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী রবিবার (১৫ ডিসেম্বর)। ওইদিন নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, হজের নিবন্ধন কার্যক্রম আগামী রবিবার শেষ হবে। হজযাত্রীদের সুবিধার্তে ওইদিন হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো অফিস সময়ের পরেও খোলা রাখা বিশেষ প্রয়োজন। যতক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব বলেন, হজের নিবন্ধন যাতে শেষ সময়ে আটকে না যায়- সেজন্য আমরা এ চিঠি প্রেরণ করেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমকে জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিক।

আগামী বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। শুক্রবার দুপুর পর্যন্ত হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৩৫ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৫১ হাজার ২৯০ জন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রবিবার নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ