বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা

যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়
বিজ্ঞাপন
মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় এই ভাষণ শুরু হয়, যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে, সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ড. ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে উঠে করুণ সুর। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
এমএল/








