নভেম্বরে নতুন পোশাকে মাঠে নামবে পুলিশ

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে সংস্কার ও নতুন পোশাকের দাবি উঠেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে বিশেষভাবে বর্তমান ইউনিফর্ম পরিবর্তনের চাপ ছিল।
বিজ্ঞাপন
সেই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, নভেম্বরে পুলিশ সদস্যরা নতুন পোশাক পেতে যাচ্ছেন। নতুন পোশাকের রঙ ও ধরন নির্ধারণ করা হয়েছে বাহিনীভেদে। পুলিশের লোহার (আইরন) রঙ, র্যাবের জলপাই (অলিভ) রঙ এবং আনসারের সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙ।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পাবেন। এরপর পর্যায়ক্রমে সারা দেশের জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা নতুন পোশাক পাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্মে থাকে, সেজন্য সময়মতো নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিফর্মের রঙ, কাপড় ও ডিজাইনও নির্ধারণ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে নতুন পোশাক প্রথমবার ডিএমপি ও সব মেট্রোপলিটনে দেখা যাবে। পরে ধাপে ধাপে অন্যান্য ইউনিটও নতুন ইউনিফর্ম গ্রহণ করবে।
বিজ্ঞাপন
নতুন ইউনিফর্মের মাধ্যমে পুলিশ বাহিনী আরও সুশৃঙ্খল ও পেশাদারভাবে কাজ করতে পারবে, বলে আশা করা হচ্ছে। এছাড়া এটি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








