বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশনের কর্মকদণ্ডে হতাশ কৃষিবিদরা

দেশের কৃষি এবং বিসিএস (কৃষি) ক্যাডার উন্নয়নে বিসিএস (কৃষি) এসোসিয়েশন কাজ করছে। বিসিএস (কৃষি) ক্যাডার সদস্যদের উন্নয়নকল্পে ক্যাডার এসোসিয়েশন গঠিত হলেও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্যাডার সদস্যদের উন্নয়নে এটি তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। দীর্ঘদিন একটি গোষ্ঠী এসোসিয়েশন কুক্ষিগত করে রেখেছিলেন। এতে করে সাধারণ সদস্যদের মাঝে হতাশার জন্ম নিয়েছিল।
বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অনুষ্ঠিত সাধারণ সভায় হতাশা প্রকাশ করে কৃষিবিদরা।
বক্তারা জানান, দীর্ঘদিন অকার্যকর বিসিএস (কৃষি) এসোসিয়েশনকে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করার উদ্দেশ্যে গতবছর তলবী সভার মাধ্যমে ৩৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের সময় দ্রুত একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু বিগত এক বছরে আহায়ক কমিটি একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়নি বলে সাধারণ সদস্যরা হতাশ ছিলেন।
বিজ্ঞাপন
বক্তারা আরও জানান, বিসিএস (কৃষি) ক্যাডার সদস্যদের নিয়মিত পদোন্নতি না হওয়ায় ক্যাডার সদস্যরা কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছিলেন। বিশেষ করে নবীন কর্মকর্তারা পদোন্নতি জটিলতায় হতাশায় ছিলেন। এ কারণে ক্যাডার সদস্যদের রিডিজিট, টেকনিক্যাল পে, ইনসিটু পদোন্নতি, সুপারনিউমারী পদ সৃজনসহ অন্যান্যা সুযোগ সুবিধার জন্য দীর্ঘদিন কোন পদক্ষেপ না থাকায় সাধারণ সদস্যরা একটি নির্বাচিত কমিটি গঠনের মাধ্যমে এ সকল যৌক্তিক দাবি আদায়ের পক্ষে মতামত দেন।
বিসিএস (কৃষি) এসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সাহিনুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মহাপরিচালক মো. সাইফুল আলম। সাধারণ সভায় বিসিএস (কৃষি) ক্যাডারের উপজেলা, জেলা, অঞ্চল এবং সদর দপ্তরের সকল স্তরের কর্মকর্তাসহ, বীজ প্রত্যায়ন এজেন্সি, নাটা, এআইএসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দুইটি পর্ব বিভক্ত সাধারণ সভায় বক্তরা ক্যাডারদের সংশ্লিষ্ট বিষয়গুলো আদায়ের লক্ষ্যে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে বিসিএস (কৃষি) এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের পক্ষে মতামত দেন।
বিজ্ঞাপন
সভায় কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকী তুহিন সভায় প্রেক্ষাপট তুলে ধরেন। কৃষিবিদ মো. মুরাদুল হাসান কার্যকর ক্যাডার এসোসিয়েশন গঠনের জন্য আগামী ডিসেম্বর মাসে এসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বক্তব্য প্রদান করেন। সভায় দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে বিসিএস (কৃষি) ক্যাডারের রিভিজিটের রূপরেখা উপস্থাপন করা হয়। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকবৃন্দ, এসসিএ'র পরিচালক, এআইএসের পরিচালকসহ বিসিএস (কৃষি) ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সাধারণ সভায় সদস্যদের মতামতের উপর ভিত্তি করে তিন সদস্য বিশিষ্ট্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন বিসিএস (কৃষি) এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ তৈরিসহ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন।
বিজ্ঞাপন








