Logo

ভুয়া ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ১৮:৪৭
42Shares
ভুয়া ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল সরকার
ছবি: সংগৃহীত

ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ার অভিযোগে ১২৮ জন জুলাই যোদ্ধার নাম সরকারিভাবে বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের তালিকায় অসঙ্গতি ধরা পড়েছে। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, গেজেটভুক্ত কিছু ব্যক্তিরা আন্দোলনে অংশ নিলেও আহত হননি, আবার কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে। এসব তথ্য নিশ্চিত হওয়ার পরই তাদের নাম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে বাতিল হওয়া জুলাই যোদ্ধাদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, সিলেট বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ২ জনসহ সবমিলিয়ে মোট ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়ের সূত্র বলছে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত যোদ্ধাদের সম্মান ও স্বীকৃতি সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের কাজ এখনো চলমান, এবং প্রয়োজনে আরও গেজেট সংশোধন বা বাতিল করা হবে।

বিজ্ঞাপন

সরকারের মতে, প্রকৃত যোদ্ধাদের মর্যাদা ও সঠিক ইতিহাস সংরক্ষণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD