Logo

নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় পদায়ন পাবে না ডিসি-এসপি-ইউএনও

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ১৯:১৬
47Shares
নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় পদায়ন পাবে না ডিসি-এসপি-ইউএনও
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পদায়নে নতুন নিয়ম জারি করা হয়েছে। নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় কোনো ডিসি, এসপি কিংবা ইউএনওকে দায়িত্ব দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, যেসব কর্মকর্তা গত তিনটি নির্বাচনে কোনোভাবে দায়িত্ব পালন করেছেন, তাদের এই নির্বাচনে রাখা হবে না। এমনকি তাদের ন্যূনতম ভূমিকা থাকলেও এবার পদায়নের বাইরে রাখা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পদায়নের ক্ষেত্রে কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা, শারীরিক সক্ষমতা, কর্মদক্ষতা এবং গণমাধ্যমে তার বিরুদ্ধে অনিয়মের কোনো প্রতিবেদন আছে কিনা—এসব বিষয় বিস্তারিতভাবে যাচাই করা হবে।

শফিকুল আলম জানান, ঝুঁকিপূর্ণ বা সংবেদনশীল এলাকায় দায়িত্ব দেওয়া হবে সবচেয়ে যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের। কোনো কর্মকর্তার আত্মীয় বা নিকটজন যদি নির্বাচনে প্রার্থী হন, সেক্ষেত্রেও পদায়ন করা হবে না।

বিজ্ঞাপন

নির্বাচন-সংশ্লিষ্ট এ পদায়ন কার্যক্রম আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে, বলে জানান প্রেস সচিব।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, একই মানদণ্ড পুলিশ বাহিনীর ক্ষেত্রেও অনুসরণ করা হবে। ইতোমধ্যে ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD