শহীদের আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিপস উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, জয়ন্ত সেন দীপু, মনীন্দ্র কুমার নাথ, অ্যাডভোকেট তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, শুভাশীষ বিশ্বাস সাধন, পদ্মাবতী দেবী, বিপ্লব দে, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, সাগর হালদার, দিপালী চক্রবর্তী, গীতা বিশ্বাস প্রমুখ।
প্রার্থনা সভায় সব শহীদের আত্মার শান্তি ও সদগতি এবং দেশের উন্নয়ন ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ. লীগ ছাড়া অন্য দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব: উপদেষ্টা মাহফুজ

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন ড. ইউনূস

সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত বাংলাদেশিদের নিয়ে আলাপ: পররাষ্ট্র উপদেষ্টা
