রাজধানীর করাইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪
রাজধানীর করাইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর করাইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রথম অবস্থায় ৫টি ও পরে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: ছুটির সকালে রাজধানী ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের পরিদর্শন মো. আনোয়ারুল ইসলাম জনবাণীকে নিশ্চিত করেছেন।
মো. আনোয়ারুল ইসলাম জানান, করাইল বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। রাস্তা সংকীর্ণ হওয়ায় পানিবাহী গাড়িগুলো ঢুকতে অসুবিধা হচ্ছে। আগুন লাগার ঘটনা এখনো জানা যায় নি।
এসডি/